নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ১২,ডিসেম্বর :: দিনদুপুরে মাথাভাঙ্গা শহরের এক সোনার–রুপোর দোকানে চুরির ঘটনা ঘটতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। দোকান কর্তৃপক্ষ জানান, আচমকাই দোকান থেকে বেশ কিছু মূল্যবান গয়না নিখোঁজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। দোকানের মালিকের বৌদি সুমিত্রা সা এবং দোকান মালিকের মা জানান, ঘটনার আগে ও পরে দোকানে কী পরিস্থিতি ছিল এবং কোন কোন সামগ্রী চুরি হয়েছে, সবটাই তারা বিস্তারিত জানিয়েছেন পুলিশের কাছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে হঠাৎ এই চুরির ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

