নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: সোমবার ২৬,জানুয়ারি :: মাথাভাঙ্গা শহরে শীতের দাপটে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলো হাসপাতাল পাড়া কর্নার ক্লাব। ক্লাবের উদ্যোগে এক মানবিক কম্বল দান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শীতার্ত ও দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলররা। পাশাপাশি ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথিরা এই ধরনের সমাজ সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
মাথাভাঙ্গা থানার আইসি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা দেয়।
শীতের সময় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজনীয়।” কাউন্সিলররাও ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও সমাজ একসঙ্গে কাজ করলে মানুষের উপকার আরও বেশি হবে।

