মাথাভাঙ্গা থানা থেকে আবারও “এক তরুণী“ নামে একটি সমাজ সচেতনতা মূলক শর্ট ফিল্ম তৈরি করতে চলেছে !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ৩,জুলাই :: এখন সোশ্যাল মিডিয়া কিংবা টিভি খুললে প্রত্যেক দিনই আমরা দেখতে পারি কোথাও না কোথাও থেকে কোনো না কোনো তরুণী হারিয়ে যাচ্ছে নিখোঁজ হচ্ছে । হয়তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে হয়তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না !

                                            সহকারী  পরিচালক  :: অমিত কুমার সিংহ, শ্যাম বর্মন !

এখনকার ইয়ং জেনারেশন এর একাংশই, ফেসবুকের ভার্চুয়াল জগতের ভালোবাসার উপর অন্ধ বিশ্বাস করে নিজেদের জীবনকে এক অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে ! আবেগের বশে তাদের একটা ভুল সিদ্ধান্তই ইয়ং জেনারেশনের এক অংশকে ঠিক কতটা ভয়ংকর পরিণতিতে ফেলে দিচ্ছেতা আমরা সকলেই জানি ।

এই শর্ট ফিল্মটিতে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতের কিভাবে একটা মেয়ে কিংবা একটা ছেলের জীবনকে শেষ করে দিতে পারে !অতিরিক্ত আবেগের বসে একটা ভুল পদক্ষেপ নিলে ঠিক কতটা ভয়ংকর রূপ নিতে পারে ।

এই শর্ট ফিল্মটি লিখেছেন – The Cob Untold চ্যানেলের CEO – অমিত কুমার সিংহ ! এই শর্ট ফিল্মটির মুখ্য ডাইরেক্টর হলেন, মাথাভাঙ্গা থানার টাউন বাবু মৃত্যুঞ্জয় চক্রবর্তী ! সহকারী ডাইরেক্টর হিসেবে রয়েছেন  অমিত কুমার সিংহ, শ্যাম বর্মন ! এই শর্ট ফিল্মটিতে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন মাথাভাঙ্গা থানার স্টাফই !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =