নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ৫,জুলাই :: প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা বিধান সভার তিনটি গ্রাম পঞ্চায়েতের তিনটি পেভার ব্লক রাস্তার উদ্বোধন করলেন উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।
মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের মহাকালী নয়ারহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পঞ্চানন অনুরাগী গিরিন্দ্র নাথ বর্মন, কোচবিহার এমজেএন হাসপাতালের রোগী কল্যান সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহ অন্যান্য অতিথিগণ।
জানা গিয়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ব্লকের রুইডাঙ্গা, লতাপাতা এবং উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের তিনটি পেভার ব্লক রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ।