নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ১২,জুলাই :: মাথাভাঙ্গা শহরে একুশে জুলাই উপলক্ষে বাইক মিছিল করলো তৃণমূল কংগ্রেস । এ দিন মাথাভাঙ্গা এটিম মাঠ থেকে শুরু হয়এই বাইক মিছিলে ৬০০ বাইক রেলি করেন | এই বাইক মিছিলে উপস্থিতি ছিলেন নয়নজ্যোতি সাহা বিশ্বজিৎ রায় রাজিবুল হাসান সাগর সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর এবং আব্দুল লতিফ সহ তৃণমূল কর্মী সমর্থকরা