মাথাভাঙ্গা শহরে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় সংগঠকরা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: সংঘের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে মাথাভাঙ্গা শহরে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় সংগঠকরা।সেই কর্মসূচির মধ্যে আজকে ছিল শহর পরিক্রমা তথা নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং বিশ্ব শান্তিযজ্ঞ গীতা পাঠ ধর্মীয় আলোচনা ধর্মীয় সংগীত ইত্যাদি সেই অনুষ্ঠানেরই অংশ হিসেবে বর্তমান মাথাভাঙ্গা থানার বিপরীতে মেলার মাঠে চলছে শান্তিযজ্ঞের আয়োজন।

এই সভার মুল বক্তা কলকাতা থেকে আগত স্বামী বিশাখানন্দ মহারাজ, ও আজকের এই সভার আয়োজক কমিটির সদস্য গন যথাক্রমে শহর কমিটির সভাপতি শম্ভু নাথ সাহা, সম্পাদক চন্দন চক্রবর্তী কোষাধক্ষ্য ভক্ত রায় মৃগাঙ্ক সাহা প্রমুখ।

সংঘের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশ্ব শান্তিযজ্ঞ মাথাভাঙ্গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =