নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৩,জানুয়ারি :: জামা কাপড়ের ব্যবসার আড়ালে চলতো মাদকের কারবার, সেই মাদকের কারবারের পর্দা ফাঁশ । পর্দা ফাঁশ করলো এস টি এফ। উক্ত ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম সরতাজ আলম।
প্রসঙ্গত জানা গিয়েছে গভীর রাতে গোপন সূত্রে খবর পাওয়ার পর এস টি এফ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্টের পুলিশ যৌথভাবে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া স্বস্তিকা ক্লাবের সামনে অভিযান চালায়। এই অভিযান চালিয়ে সরতাজ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করবার পর তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৯৩ গ্রাম কোকেন। উদ্ধার হওয়া কোকেনের আনুমানিক বাজার মূল্য অন্তত কোটি টাকা।পুলিশ সূত্রে এই বিষয়ে জানা গেছে, ধৃত ওই ব্যক্তি অনেকদিন ধরে কাপড়ের ব্যবসার আড়ালে এই ব্যবসা চালাতো।