নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না(বর্ধমান) :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: মাদক পাচারের বড়সড় চক্রের হদিস মিলল পূর্ব বর্ধমানের রায়নায়। গ্ৰেফতার দুই মহিলা ।ধৃতদে র নাম মনু বিবি বাড়ি রায়না থানার অন্তর্গত রাজাবাগান গোলপুকুর এলাকায়,এবং অপরজন আদুরি যশ তার বাড়ি একই এলাকায়।
রায়না থানার পুলিশ শ্রীধর এলাকা থেকে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে। তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় ৪৬ কেজি গাঁজা। এরপরই দুই মহিলাকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ।