সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতে মাদারাট পপুলার একাডেমী স্কুলের সামনেই জলে জলমগ্ন হয়ে আছে। ছাত্র-ছাত্রীরা যাতায়াতে অসুবিধে এবং সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে।
চার চাকা গাড়ির অটো টোটো ভ্যান রিক্সা যাতায়াতের অসুবিধা! সাইকেল পড়ে যাচ্ছে। মানুষ খুব সমস্যায় আছে একটু বৃষ্টি হলে এই জায়গার অবস্থায় এতটাই খারাপ হয় মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয় । গাড়ি ঠিকমতো চলছে না।