নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ৬,সেপ্টেম্বর :: মাদুরাই স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার পর আসানসোল মণ্ডল সতর্কতা অবলম্বন করেছে। ইতিমধ্যেই আসানসোল মণ্ডলে এই বিষয়ে সক্রিয়তা দেখা দিয়েছে। রেল বোর্ড এর পক্ষ থেকে সমস্ত জোনাল আধিকারিক তথা ডিআরএমদের কাছে এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।
আসানসোল মণ্ডলের মেকানিক্যাল বিভাগের কর্মী ও আধিকারিকরা এই বিষয়ে সতর্কতার সাথে সক্রিয় রয়েছেন। রেলের নতুন কোচিং কমপ্লেক্স সাইডিং এ আসানসোল মুম্বাই এক্সপ্রেস এর এলএইচবি কোচের অগ্নি নির্বাপক ব্যাবস্থা খতিয়ে দেখা হয়। আসানসোল ডিভিশন থেকে তিনটি দীর্ঘ দূরত্বের ট্রেন চলে।
যার মধ্যে আসানসোল মুম্বাই, জশিডি বেঙ্গালুরু, ও জশিডি তাম্বারম রয়েছে। এই সব ট্রেনগুলিতে তিন রকমের অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে। সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে।