মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে ১৩তম স্থান অধিকারী মাহিবুব আলম। প্রতিকুলতার সাথে লড়াই করে আজ সে সফল হয়েছে। কিন্তু উচ্চ শিক্ষার জন্য আর্থিক পরিস্থিতি বাধা হয়ে দাড়িয়েছিল তাঁর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,মে :: বাবা পেশায় কাপড়ের ফেরীওয়ালা। ভিন রাজ্যে অলিগলিতে কাপড় ফেরী করে রোজগার করে। মা গৃহবধূ। ফলে আর্থিক অনটনে চলে মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে ১৩তম স্থান অধিকারী মাহিবুব আলম।

প্রতিকুলতার সাথে লড়াই করে আজ সে সফল হয়েছে। কিন্তু উচ্চ শিক্ষার জন্য আর্থিক পরিস্থিতি বাধা হয়ে দাড়িয়েছিল তাঁর। এমন অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়ালেন কালিয়াচক থানার আলীনগর গ্রাম পঞ্চায়েত প্রধান আকতারি খাতুন।

প্রধান হিসাবে সরকারি মাসিক বেতন মাহিবুবের উচ্চ শিক্ষার জন্য তাঁর হাতে তুলে দিলেন আলীনগর গ্রামপঞ্চায়েত প্রধান আকতারি খাতুন।

পাঁচ ভাই বোনদের মধ্যে মাহিবুব ছোট। স্থানীয় জামে হোসেনিয়া সিআর হাই মাদ্রাসা স্কুলের ছাত্র সে। অভাবের সাথে লড়াই করেই বড় হয়েছেন। ফলে উচ্চশিক্ষিত হয়ে ডাবলুবিসিএস পরীক্ষায় অংশগ্রহন কি করে করবে সেই দুশ্চিন্তা ছিল তাঁর। গ্রামের পঞ্চায়েত এইভাবে পাশে দাড়ানোতে ভরসা পেয়েছে সে। খুশি মাহিবুবের পরিবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =