নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার,১৯,মে :: আজ মাধ্যমিকে ফল প্রকাশ হয়েছে। এই মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের সেরাদের তালিকায় বাঁকুড়া জেলার জয়জয়াকার। প্রথম দশের মধ্যে জেলার ১৪ জন মাধ্যমিক পরীক্ষার্থীর স্থান করে নিয়েছে।
প্রথম দশের সেরাদের তালিকায় ৬৮৪ নম্বর পেয়ে নবম স্থান পেয়েছে ছাতনা বাসুলী বালিকা বানিপীঠের ছাত্রী শ্রেয়া চক্রবর্তী। শ্রেয়া চক্রবর্তীর বাবা শুভাশিস চক্রবর্তী প্রাইভেট শিক্ষক। মা টুম্পা চক্রবর্তী একজন গৃহবধু।
শ্রেয়ার এই সাফল্যের পরেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে বাবা-মা থেকে পাড়া-প্রতিবেশী। শ্রেয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান “আমি দিনে ১২ থেকে ১৪ ঘন্টা পড়তাম। ভবিষ্যৎ এ ডাক্তার হতে চাই”।