নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩,মে :: পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিকের স্কুল টেস্ট পরীক্ষায় ভালো নম্বর পেয়েছিল মেয়েটা। অথচ বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশের পর জানতে পারে টেস্ট নম্বরের থেকে অনেকটাই নম্বর কম পেয়েছে।
জীবনের প্রথম বড় পরীক্ষায় আশানুরূপ নম্বর না পাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নেয় সে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পাঁচঘড়া গ্রামের বাসিন্দা পৌলমী ঘোষ এ বছর কাটোয়া দুর্গাদাসী চৌধুরী রানী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ।
পৌলমীর এক সহপাঠীর কথায় জানা যায়, মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ৫৭৭ নম্বর পেয়ে পাশ করলেও, মাধ্যমিক ফল প্রকাশের পর জানতে পারে তার প্রাপ্ত নম্বর ৪১৩ । পাস করেছিল পৌলোমী । কিন্তু এই নম্বর মেনে নিতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
আকস্মিক এই ঘটনা মেনে নিতে পারছে না পৌলমীর সহপাঠী থেকে শুরু করে প্রতিবেশীরা । কান্নায় ভেঙে পড়েছে পৌলমীর বাবা-মা । শোকের ছায়া নেমেছে এলাকায়। আত্মহত্যার খবর পেয়ে কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।