নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ২,মে :: মাধ্যমিকে রাজ্যে চতুর্থ স্থান দখল করলো কাঁথি মডেল ইনস্টিটিউশন ছাত্র সুপ্রতীক মান্না। সুপ্রতীকের প্রাপ্ত নম্বর ৬৯২ পাশাপাশি ওই বিদ্যালয়েরই ছাত্র ঐশিক জানা ৬৮৭ নাম্বার পেয়ে রাজ্যে নবম স্থান দখল করেছে।এই অভাবনীয় রেজাল্টে খুশি মডেল ইনস্টিটিউশনের শিক্ষক থেকে ছাত্র ও কাঁথি শহরবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বাবু এই ফলাফল কাঁথিবাসীর উদ্যেশ্যে উৎস্বর্গ করেন।