মাধ্যমিকে রাজ্যে প্রথম হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার,১৯,মে :: মাধ্যমিকে রাজ্যে প্রথম হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি । কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে এবারের মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছে ।

বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর হল :- বাংলা ৯৮, ইংরাজি ১০০,অঙ্ক ১০০, পদার্থবিদ্যা ১০০, জীববিজ্ঞান ১০০, ইতিহাস ৯৯ এবং ভূগোল ১০০ । সব মিলে মোট ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে কাটোয়ার ওই মেধাবী ছাত্রী ।

কাটোয়া শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা জয়ন্ত মাঝি ও শেলি মাঝি (দাঁ)-এর একমাত্র সন্তান দেবদত্তা । জয়ন্তবাবু কলেজের অধ্যাপক । শেলিদেবী কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের শিক্ষিকা ।

মায়ের স্কুলেই পঞ্চম শ্রেণী থেকে পড়াশোনা দেবদত্তার । ছোট থেকেই মেধাবী ছাত্রী বলে সুখ্যাতি আছে তার । দেবদত্তা বলে, ‘ভালো পরীক্ষা দিয়েছিলাম, তাই ভালো রেজাল্ট হবে জানতাম । কিন্তু রাজ্যের সেরা হব এটা আশা করিনি ।এই ফলাফলে আমি খুব খুশি ।’

এদিকে শুক্রবার সকালে মাধ্যমিকের রেজাল্ট বের হতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় দেবদত্তাদের বাড়িতে । ছুটে আসেন প্রতিবেশীরা । তাদের বাড়িতে স্বাগত জানাতে দম ফেলার ফুরসত ছিল না দেবদত্তার বাবা-মায়ের । মেয়ের এই নজরকাড়া সাফল্যে চরম খুশি দেখাচ্ছিল তাঁদের ।দেবদত্তা জানিয়েছে,সে আইটি নিয়ে পড়তে চায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =