নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ৩,মে :: মাধ্যমিকে সেরার সেরা মুকুট রায়গঞ্জে, রাজ্যে প্রথম করোনেশনের আদৃত সরকার। মাধ্যমিকের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করল রায়গঞ্জ করোনেশনের আদৃত সরকার।
এই প্রথম রাজ্যে প্রথম স্থানাধিকার হিসাবে উঠে এলো রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকারের নাম।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে এবার প্রথম দশে স্থান পেয়েছে দুজন, প্রথম স্থানে রয়েছে আদৃত সরকার(696) ও দশম স্থানটি দখলে রেখেছে বিদ্যালয়ের কৌস্তব সরকার(686)।
এছাড়াও জেলার রায়গঞ্জের ই সারদা বিদ্যামন্দির থেকে রাজ্যের অষ্টম স্থানটি দখল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র সত্যম সাহা (688)এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় এর ছাত্র মৃন্ময় বসাক(687) দখল করেছে রাজ্যে নবম স্থানটি।
প্রাথমিকভাবে প্রথম দশে জেলার মেয়েদের নাম না থাকলেও মেয়েদের মধ্যে জেলার সম্ভাব্য সেরা রায়গঞ্জ গার্লস হাই স্কুল এর ঐশী সরকার (677)। এই ফলাফলে খুশি জেলার সমস্ত স্তরের মানুষ। উত্তর
দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা কৃতি ছাত্র ও অভিভাবকদের অভিনব পন্থায় সম্মানিত করেন। আগামীতে আরো আরো বেশি সাফল্য কামনা করেন কৃতি ছাত্র ছাত্রীদের জন্য।