সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা এই মাধ্যমিক । জীবনের বড় পরীক্ষা দিতে জয়নগর থানার অন্তর্গত করাবেগ চড়াঘাটা এস এম হাইস্কুল এর ছাত্রী তনুশ্রী নস্কর তার পরীক্ষা কেন্দ্র চালতাবেড়িয়া হাইস্কুলে পৌঁছে গিয়েছিল।
সেখানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জানতে পারে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে।পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীকে ঢুকতে বাধা দেওয়া হয়।পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।এমন ঘটনায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আসরে নামেন জয়নগর থানার এ এস আই প্রবীর কুমার বিশ্বাস ।
এ এস আই প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে ভিলেজ পুলিশ দিপক মন্ডল,দেবব্রত সরকার,সিভিক পুলিশ সামিম মোল্লো পুলিশের উদ্যোগে ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দেয়। এদিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে জয়নগর থানার এ এস আই প্রবীর কুমার বিশ্বাসের নির্দেশে
সিভিক ভলেন্টিয়ার ওই ছাত্রীর বাড়ি করাবেগ গ্রামে পৌঁছায়।আধ ঘন্টার মধ্যে সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীর কাছে পৌঁছে দেয়। পুলিশের এমন মানবিক ভূমিকায় খুশি ওই ছাত্রী সহ তার পরিবার।