নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২,মে :: মাধ্যমিক পরীক্ষায় স্কুলের টপার হওয়ার পরেও পরিবারের শোকের ছায়া। আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়। ৬৭৪ নম্বর পেয়ে সে স্কুলে টপার হয়েছে।
কিন্তু সব থেকে মর্মান্তিক ব্যাপার হল গত মাসের ১৬ তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে সে মারা যায়। ছোট থেকে মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত থৈবীর ফলাফল দেখে পুনরায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সাথে সাথে পাড়া-প্রতিবেশী এবং স্কুলে।
থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে থৈবী। চিকিৎসার জন্য পরিবারের লোক দক্ষিণ ভারতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
স্কুল থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই আশা করেছিল পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নেবে থৈবি। কিন্তু অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ায় এক থেকে দশের মধ্যে জায়গা না করতে পারলেও স্কুলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে।