কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: দুদিন পরেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা তারই অঙ্গ হিসেবে পুরাতন মালদা পুরসভার আট নম্বর ওয়ার্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল ও উৎসাহ বাড়াতে শুভেচ্ছা বার্তা দিতে বাড়ি বাড়ি পৌঁছলেন ওই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী শ্যাম মন্ডল। শনিবার সকাল সকাল প্রায় ৬১ জন মাধ্যমিক স্কুল পড়ুয়াদের বাড়ি যান ।মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা এবং রুল রবার পেন স্কেল চকলেট প্রদান করেন তিনি । বিজয়ী প্রার্থী শ্যাম মন্ডলের বক্তব্য স্কুল পড়ুয়ারা এটা পেয়ে খুব খুশি হবে এবং উৎসাহ বাড়বে। আশা আগামী দিনে প্রতিষ্ঠিত শিক্ষার্থী হয়ে দাঁড়াবে।