সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: প্রথম দিন থেকেই তিনি এই পরিষেবা দিতে শুরু করেছে। পেশায় তিনি একজন অটো চালক। তিনি নিজে আর্থিক সমস্যার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। তাই আজ যাতে কোনও পরীক্ষার্থী টাকার অভাবে বা সময়ের অভাবে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে, তাই আমি এই পরিকল্পনা নিয়েছি।
আজ থেকে যতদিন এই মাধ্যমিক পরীক্ষা চলবে, ততদিন বিনামূল্যে তাদের পরীক্ষা সেন্টারে পৌঁছে দিচ্ছে। সকাল ৭ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত এই পরিষেবা দিচ্ছে ওই অটো চালক। নির্দিষ্ট কোনও ছাত্র বা ছাত্রী নয়, সকল পরীক্ষার্থীদের জন্যই এই পরিষেবা দেওয়া হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে চিরঞ্জিত। তিনি সরবেড়িয়া টিএস সনাতন বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন।
কিন্তু আর্থিক সমস্যার কারণে এর বেশি তিনি আর পড়াশোনা করতে পারেনি। বাড়িতে রোজগার করার মতো তিনি ছাড়া আর কেউ নেই। বাড়িতে বাবা মা, স্ত্রী ও এক ছেলে রয়েছে। আর্থিক অনটনের মধ্যেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই পরিষেবা তিনি দিয়ে আসছেন এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিনা মূল্যে অটোর পরিষেবা দেবেন তিনি এমনটাই জানিয়েছেন তিনি।