নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: সোমবার সারা রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৫। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে রাজ্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষও নানা উদ্যোগ গ্রহণ করেছে।
পূর্ব বর্ধমানের, নাদনঘাট থানার নসরতপুর ফেরিঘাট পরীক্ষার্থীদের সুবিধার্থে অভিনব সিদ্ধান্ত নিয়েছে—পরীক্ষার শেষ দিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে কোনো পারাপার ভাড়া নেওয়া হবে না।ভাগীরথীর অপর প্রান্তের প্রত্যন্ত গ্রামগুলির ছাত্র-ছাত্রীরা ফকিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।
এই স্কুল থেকে এবছর ১১৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে, যার মধ্যে একজন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীও রয়েছে। পরীক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবদ্বীপের দুটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়। তাই ঘাট কর্তৃপক্ষ ঘোষণা করেছে, একজন পরীক্ষার্থী থাকলেও ফেরি দেরি না করে তাকে সঙ্গে সঙ্গে পার করানো হবে।
এছাড়া, ফকিরডাঙ্গা টোটো ইউনিয়নের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে, যাতে তারা সহজে ও দ্রুত ফেরিঘাটে পৌঁছাতে পারে। ঘাট কর্তৃপক্ষের প্রতিনিধি মোবিন হোসেন মণ্ডল জানিয়েছেন, সাধারণ যাত্রীদের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পারাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।