নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: জীবনের অন্যতম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হয় তিনজন পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে। হাসপাতালেই বসেই জীবনের বড় পরীক্ষা দিল তিনজন পরীক্ষার্থী।
সোমবার কুলতলির কচিয়ামারা হেম চন্দ্র হাই স্কুলের তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী টোটোতে করে ডোঙা জোড়া রমানাথ হাই স্কুলের পরীক্ষার কেন্দ্রের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে যায়। টোটো উল্টে গিয়ে আহত হয় তিনজন পরীক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত তিনজন পরীক্ষার্থীদের উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই দুর্ঘটনার জেরে তিনজন পরীক্ষার্থীর গুরুতর আঘাত পায়।কুলতলী থানার পুলিশের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে বসে তিনজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিল।
আহত পরীক্ষার্থীদের সকলের বাড়ি কুলতলী মেরিগঞ্জ এলাকায়। এ বিষয়ে ভগবান চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক তথা স্কুলের সাব ভেনুর ইনচার্জ সান্তনু ঘোষাল তিনি জানান,
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার জেরে তিনজন পরীক্ষার্থী গুরুতর জখম হয় আহত পরীক্ষার্থীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে।
প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়া হয়।