মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অফিসে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অফিসে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা এক ঠিকাদারের কাছ থেকে কাজ করার জন্য টাকা চাইছেন। ঠিকাদার কম টাকা দিলে তিনি সেই টাকার পরিমাণ আরও বাড়ানোর জন্য চাপ দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল।

তবে ডালিয়া লাহার দাবি, তিনি কোনো টাকা হাতে নেননি এবং তাকে অপমানিত করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন।

জেলার তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে ভিডিও হলেই তা সত্যি হয় না। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এদিকে, বিজেপির বর্ধমান সদরের জেলা সভাপতি অভিজিৎ তা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ধরনের ঘটনা রাজ্যজুড়ে ঘটছে। গোটা রাজ্যে তৃণমূল এখন তোলামুলে পরিণত হয়েছে। টেবিলের উপরে পাঁচশো টাকার বান্ডিল রাখা রয়েছে

তিনি পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হোক বা নাই হোক, নির্বাচিত হওয়ার পরে যে চেয়ার সেই চেয়ারে বসে বসে সিন্ডিকেট রাজ চালাচ্ছেন। তিনি কাট মানির সওদা করছেন, তিনি বার্গেনিং করছেন ওইখানে বসে। লজ্জাজনক ঘটনা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও তীব্র আকার ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =