নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: রবিবার ১০,নভেম্বর :: মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এ বছরের থিম ত্রি মাত্রিক। ৫৮ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। অষ্টমীর সন্ধ্যা থেকেই হাজারে হাজারে মানুষ এই মন্ডপ দেখতে ভিড় জমাচ্ছে।
মন্ডপের ভেতর পুরান এবং মহাভারত কে নিয়ে এই ত্রিমাত্রিক দৃশ্য তারা তুলে ধরেছেন। বর্তমান প্রজন্ম কে এই সনাতন ধর্মের কি করে সৃষ্টি তা বোঝাতেই এই মন্ডপের পরিকল্পনা। মন্ডপের ভেতরে ডাকে সাজের প্রতিমা ও অপরূপ।