সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: জয়নগর থানার অন্তর্গত কাকা পাড়ার বাসিন্দা মোবা লস্কর সোমবার রাতে নিজের পেয়ারা বাগান থেকে কাজ করে ফেরার পথে কাকা পাড়া রেল গেট সংলগ্ন রাস্তার ধারে একটি লেডিজ ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত সেই ব্যাগ খুলতেই ,মোবা দেখেন – ওই ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা, সোনার গহনা ,মোবাইল ফোন এবং এটিএম কার্ড সহ বেশ কিছু জরুরী কাগজপত্র আছে।
এরপর মোবা লস্কর কুড়িয়ে পাওয়া ওই ব্যাগটি নিয়ে রাতেই সোজা জয়নগর থানায় পৌঁছান এবং সেগুলি নিয়ে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা কে দেখান ও সমস্ত ঘটনা বলেন। অতনু বাবু ওই ব্যাগে থাকা এক মহিলার পরিচয় পত্র পেয়ে তার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারের কথা জানিয়ে থানায় যোগাযোগ করতে বলেন।
পাশাপাশি ওই যুবক এই ধরনের কাজ করে মানবিকতার দৃষ্টান্ত দেখানোর জন্য তাকে পুরস্কৃত করেন। কুড়িয়ে পাওয়া ব্যাগটি থানায় জমা দিতে পেরে খুশি মোবা লস্কর। তিনি চান ঐ ব্যাগের মালিক যেন তার ব্যাগ ফিরে পান ।