নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শালবনি :: সোমবার ১৬,ডিসেম্বর :: মানবিক পঞ্চায়েত উপপ্রধান পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের শালবনীর ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান, ফিরিয়ে দিলেন আবাস যোজনায় তালিকায় থাকা, নিজের নামে বাড়ি
পাশাপাশি তিনি জানিয়েছেন আমার থেকে ও অনেক গরিব মানুষ আছে যাদের প্রকৃত বাড়ির প্রয়োজন তারা আগে পাক বাড়ি সহ মাথার উপর ছাদ,তাই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন নিজের নামের বাড়ি আবাস তালিকায় থাকা সত্ত্বেও ফিরিয়ে দেয়ার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় শালবনি ব্লক প্রশাসন ও নিজের অফিসের আধিকারিকদের
পাশাপাশি তিনি লিখিত আকারও জমা করেছেন নিজের নামের বাড়ি যাতে ফিরিয়ে দেয়া যায় । স্থানীয় মানুষদের অভিযোগ তারাবাড়ি পাচ্ছেন না ১০ নম্বর কোন্নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জানিয়েছেন এই ধরনের সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজস্ব এই সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি গর্বিত বোধ করেন অপর না পাওয়া প্রাপক একটি বাড়ি পায় তারই সুবিধা করে দিয়েছে তারই দলের উপপ্রধান পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা চক্রবর্তী ।