নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মানসিক অবসাদগ্রস্ত এক যুবকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকায় ।কর্মসংস্থানের অভাবে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রের খবর ।পুলিশ সূত্রের খবর মৃতের নাম তাপস দেবনাথ (৪৮)।আন্দুল রোডের তেঁতুলতলা এলাকায় একটি সিমেন্ট বালির গোলা থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। তিনি আলমপুর এলাকার জঙ্গলপুরে একটি কাজ করতেন। সম্প্রতি সেই কাজ থেকে ছাঁটাই হন তিনি। মালিককে অনেক জোরাজুরি করার পর পুনরায় তাকে কাজে বহাল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।
তবে প্রতিশ্রুতি পেলেও কাজ ফেরৎ পান নি তিনি। বাড়িতে স্ত্রী,মেয়ে ও বৃদ্ধা মা রয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা মনে হলেও এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলেই পুলিশ সূত্রে খবর।