মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী শ্যামনগর এক্সাইড কারখানার কর্মী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: ২৮শে,এপ্রিল :: মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার কর্মী তাপস গোস্বামী ( ৩৯)। তাঁর বাড়ি জগদ্দলের সুন্দিয়া হাউজিং এস্টেটে। আগে তাপস এক্সাইড ব্যাটারি কারখানার ইন্ডাস্ট্রিয়াল এসেম্বলি বিভাগের কর্মচারী ছিলেন। অভিযোগ, ২০২১ সালের বিধনাসভা নির্বাচনের পর তাপসকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল।

গত ছয় মাস আগে পুরোনো ডিপার্টমেন্ট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু নতুন বিভাগে কাজের চাপ সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন তাপস বলে অভিযোগ। এমনকি ২৪ মাস কাজ থেকে বসিয়ে দেওয়ায় তাঁর ধার-দেনাও হয়ে গিয়েছিল।

মৃতের পরিবারের অভিযোগ, একদিকে কারখানায় কাজের চাপ, অন্যদিকে আর্থিক অবস্থা খারাপ থাকায় আত্নহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে তাপস, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =