নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জাঙ্গিপাড়া :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: জাঙ্গিপাড়া থানার অধীন মথুরা বাটি গ্রামের জনৈক গ্রামবাসী জাঙ্গিপাড়া থানায় ফোন করে জানান, যে একটি মানসিক ভারসাম্যহীন শিশু উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছে।
খবরটি পাওয়ার পরেই জাঙ্গিপাড়া থানার মোবাইল গাড়ি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে এবং তাকে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে নিয়ে আসা হয়। উক্ত শিশুটি মানসিক ভারসাম্যহীন হওয়ায়, তাঁর বা তাঁর পরিবারের বিষয়ে কোনো তথ্যই দিতে পারেনি, তারপর শিশুটির ছবি ও তাঁর শারীরিক বিবরণ দিয়ে আশেপাশের গ্রামগুলিতে খোঁজখবর নেওয়া শুরু হয় ।
অনতিবিলম্বে হরিপাল থানার অন্তর্গত সহরা গ্রামে উক্ত শিশুটির মা এবং দাদুর খোঁজ পাওয়া যায় ও তাদেরকে থানায় ডাকা হয় । শিশুটির নাম জানা যায় হাসিম আলী খাঁ পরবর্তীকালে উক্ত শিশুটিকে তাঁর মা শাকিলা বেগম ও দাদু শাহজাহান আলী খাঁর হাতে হস্তান্তর করা হয়।