সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: মানসিক ভারসাম্যহীন ৫০ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগে এক চায়ের দোকানদার কে ৭০ হাজার টাকা জরিমানা করে তাকে পালাতে সাহায্য করেন ঢোলা থানার মিলন মোড় বাজার কমিটি। ওই চায়ের দোকানদার এর নাম ভাগ্য ধর মন্ডল রায়দিঘি থানা এলাকায় বাড়ি।এই খবর জানাজানি হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বেশ কিছু মানুষ। এ নিয়ে এলাকা সরগরম, তবে আদৌ ধর্ষণ হয়েছে কিনা সঠিক প্রমাণ না পেয়ে কেন ৭০০০০ টাকা তাকে জরিমানা করা হলো এ নিয়ে তদন্ত গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাজার কমিটির।
জিজ্ঞাসাবাদ করার জন্য আটক বাজার কমিটির সেক্রেটারি কৃষাণ ঠিকাদারকে বাজার কমিটির লোকজন ছিনিয়ে নেয় পুলিশের হাত থেকে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে ওই চায়ের দোকানদার ভাগ্য ধর মন্ডলকে রায়দিঘি এলাকা থেকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানা পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার অপরাধে আটজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে।
ওই মহিলাকে আদৌ ধর্ষণ করা হয়েছে কি না, চায়ের দোকানদার কে ব্ল্যাকমেইলিং করার জন্য ৭০ হাজার টাকা দাবি করা হয়েছে কিনা, সবই জানা যাবে ওই মহিলার মেডিকেল টেস্টের পর। ওই মহিলাকে মেডিকেল টেস্ট করার তোড়জোড় শুরু করেছেন ঢোলা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছেন যদি মেডিকেল টেস্টে ধরা পড়ে ওই মহিলাকে ধর্ষণ হয়েছে, তাহলে যারা এই ধর্ষণকে আড়াল করার জন্য ৭০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।