কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মানিকচক :: বৃহস্পতিবার ৩০,নভেম্বর :: মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে আশ্বাস দেওয়ার পরেও মেলেনি জাতিগত সংশা পত্র তাই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত মালদা জেলার কিষান জাতির সদস্যরা ।
৩০ থেকে ৩৫ বছর ধরে তাদের এই দাবি তারা রাজ্য সরকারের কাছে তুলে ধরছে তবে দাবি করাটাই হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না ।২০২১ সালের নির্বাচনের আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইসতাহারে (মালদা জেলার বসবাসকারী কিষাণ জাতির মানুষের দীর্ঘদিন ধরে তপশিলি উপজাতি হিসেবে নিবন্ধ করণের দাবি পূরণ করা হবে) কথাটি লেখা ছিল ।
কিন্তু নির্বাচন শেষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কিষান জাতির জাতিগত সংসাপত্র আজও দেয়নি এই অবস্থায় খুবই ফুঁসছে কিষান জাতির সদস্যরা।, লোকসভা ভোটের আগেই তাদের জাতিগত সংসপত্র দেওয়া না হলে জেলার কিষান জাতি সদস্যরা একজোট হয়ে নবান্ন অভিযান ধরনায় এবং অনশনে বসতে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
মালদায় প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী আমাদের কিষাণ জাতির বিষয় নিয়ে যে দাবি সেটি খুব শীঘ্রই করে দেওয়া হবে সে কথা বলেছিলেন। আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও দেখা করেছি সংসদ ও আমাদের বলেছিলেন আমাদের দাবি খুব শীঘ্রই পূরণ করে দেওয়া হবে। কিন্তু আজও হয়নি আগামী দিনে লোকসভা নির্বাচনের আগে আমরা নবান্ন অভিযান করব ধরনায় এবং অনশনে বসবো।