কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৯,আগস্ট :: মানিকচকের গোপালপুর ভুতনির পর এবার গঙ্গা ভাঙন মালদার মানিকচকের মানিকচক ঘাটে নদী পাড়ে। ইতিমধ্যে রাতের ঘুম উড়েছে নদী বাঁধে বসবাসকারী বাসিন্দাদের।জানা গেছে, শুক্রবার সকাল নাগাদ থেকে মানিকচকের নদীর পাড়ে তীব্র ভাঙ্গন শুরু হয়।
ভাঙনের জেরে নদীতে বিলীন হয়েছে কয়েকটি গাছ সহ নদীপাড়ের আনুমানিক ৫০ মিটার জমি।আরো জানা গেছে, বিগত বছরে নদী ভাঙনের জেরে নারায়ণপুর চর এলাকা থেকে আনুমানি কয়েকশো পরিবার মানিকচকের নদী বাঁধে ওই অস্থায়ীভাবে আশ্রয় নেয়।কিন্তু আবারও মানিকচক ঘাটে এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে নদী ভাঙন।
কোথায় যাবেন ভাঙন কবলিত এলাকার মানুষেরা তা নিয়ে রীতিমতো রাতের ঘুম উড়েছে বসবাসকারী বাসিন্দাদের।ভাঙন কবলিত বাসিন্দাদের দাবি তাদের বসবাসযোগ্য কলোনির জমি দেওয়া হোক।