কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৭,জুন :: মানিক্যকে তীব্র তাপপ্রবাহের জেরে বাণিজকের বিস্তীর্ণ এলাকায় পাট চাষের ব্যাপক ক্ষতি। কয়েকশো বিঘা জমির পাট তীব্র তাপপ্রবাহে ঝলসে গিয়েছে জমির মধ্যেই। প্রায় এক মাস ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির ছিটেফোঁটাও নেই গোটা মালদা জুড়ে।
এই অবস্থায় জমিতে পুড়ে খাক হয়ে যাচ্ছে ফসল শাকসবজি। মানিকচকের চন্ডিপুর মাল মৌজা,তালিমনগর মৌজা,৩০ নম্বর চন্ডিপুর মৌজা,বালুপুর, শংকরতোলা সহ বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহে পাট পুড়ে নষ্ট হচ্ছে জমির মধ্যেই।শংকর টোলার পাট চাষী দুঃখু মন্ডল জানিয়েছেন, মানিকচকের ভূতনিতে প্রায় সাত হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে,তার বেশিরভাগ অংশই তীব্র তাপপ্রবাহে ঝলসে গিয়েছে ।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বলে অভিযোগ।