কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: মানিকচকে জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড। তাও আবার মানিকচক গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি সামনে আসতেই সরগোল পড়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে মানিকচকের বিডিও কারমবীর কেশব, মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার সহ অন্যান্য আধিকারিকরা।
