মানিকচকে পঞ্চায়েত ভোটের গণনায় এবার প্রশাসনের বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগ শাসক দলের প্রার্থীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৬,জুলাই :: মানিকচকে পঞ্চায়েত ভোটের গণনায় এবার প্রশাসনের বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগ শাসক দলের প্রার্থীর।মানিকচক পঞ্চায়েত সমিতির ২৬ নম্বর আসনের তৃণমূল প্রার্থী উলো বিবি।

মঙ্গলবার তিনি অভিযোগ করে জানিয়েছেন ভোট গণনার দিন তার ২৬নং পঞ্চায়েত সমিতি আসনের গণনা চলাকালীন পক্ষপাতিত্ব করা হয়েছে।একটি ব্যালট বাক্স গণনা না করেই ফলাফল ঘোষণা করে ৪৮ভোটে জয়ী ঘোষণা করা হয় জোট প্রার্থী সাজমিনা খাতুনকে।

পরবর্তীতে তৃণমূল প্রার্থীর এজেন্ট আবারও গণনার জন্য বিডিও লিখিত অভিযোগ জানানো হয়।বরং বিডিও কোনো কর্ণপাত করেননি,দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবার গণনার কথা বিডিওকে বলতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।এমতবস্থায় তৃণমূল প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে দাবী করেছেন তিনি।

অন্যদিকে জয়ী প্রার্থী সাজমিনা খাতুন এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবী করেছেন।তার দাবী সমস্ত ব্যালট বাক্স গণনা করে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে।তৃণমূল প্রার্থী হেরে যাওয়ায় এই সমস্ত মিথ্যে অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 9 =