কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: মানিকচকে ভুয়ো বিলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। অভিযোগ মানিকচকের তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মনিরা খাতুনের বিরুদ্ধে। নর্দমা সংস্কার না করেই লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। রাস্তা না করেই তুলে নেওয়া হয়েছে রাস্তা নির্মাণের টাকা।
সমস্ত অভিযোগ যে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সেই ঠিকাদার সংস্থার কর্ণধার হলেন খোদ মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, আসিফ হাসান ওরফে লাভলেস। অভিযুক্ত আসিফ হাসান এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামীর ঘনিষ্ঠ ও বর্তমান মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ মাহফুজুর রহমানের ছায়াসঙ্গী। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের পর দুই সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। শাসক দলের তরফ থেকে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি বিরোধী দলনেতার। তবে মানিকচকের বিডিও অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এনায়েতপুর গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেত্রী আনজুম সাগীরা পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে মানিকচক ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নর্দমা সংস্কারের কাজ না করেই প্রায় পাঁচ লক্ষ টাকা ভুয়া বিল তুলেছেন প্রাক্তন প্রধান।