কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: মালদার বন্যা কবলিত এলাকা গোপালপুরে এ ফিরহাদ হাকিম যায়।সেখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর বার্তা বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। বন্যায় গবাদি পশু গেছে তা দিয়ে দেওয়া হবে আর যে সব বাড়ি আছে সেগুলি বাঁচান।
আর যাদের মৃত্যু হয়েছে তাদের দুই লক্ষ টাকা ক্ষতিপুরন দেওয়া হবে। আজ ফিরহাদ হাকিম গেছে। জেলা শাসক রয়েছে। বন্যার জল কমলে সেখানে কাজ করা হবে। মালদার মানিকচক ব্লকের ভুতনী চরে রাজ্যের নগোরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুঠ। ভাঙন দূর্গতরা লুঠ করলো সরকারি ত্রাণ।
নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর। শনিবার দুপুরেএই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই মাঝ গঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকার ঘটনা।
এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুর হাটছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকাই ডুবে যায় নৌকা। সরকারি মতে পাঁচজন ছিল। তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং শিশু নিখোঁজ।
তবে বেসরকারি মতে নৌকায় ১০ জন মতো ছিল। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন এখন পর্যন্ত দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনা স্থলে উদ্ধার কাজ চলছে মন্ত্রী নিজেও ঘটনা স্থলে পৌঁচেছেন।