নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৪,জুলাই :: মালদার মানিকচক ব্লকে মথুরাপুরের শংকরটোলায় ফুলহর নদীর পাড়ে ব্যাপক ভাঙন। বিগত কয়েকদিনের ভাঙনে প্রায় ছয়শো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে।
যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভে।এই ভাঙন নিয়ে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠানাপাড়ার বাসিন্দাদের।নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ৫০মিটার,আর বাঁধের একেবারে গা ঘেষে পাঠানাপাড়া গ্রাম।দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন,নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে মথুরাপুর সহ জেলা জুড়ে।বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সেচ দপ্তরের আধিকারিকের।
মানিকচক ব্লকের অন্তর্গত মথুরারের শংকরটোলা ঘাট,যার উপর দিয়ে বয়ে গেছে ফুলহর নদী।এই ঘাট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নদী পারে।বিগত পনেরো দিন ধরে ভাঙন হলেও কিছুদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় চিন্তিত স্থানীয় স্থানীয়রা।