মানিকচক ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যজীবীদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য “মিশ্র মৎস্য চাষ” প্রকল্পে

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৮,মার্চ :: মালদা জেলা প্রশাসন ও মানিকচক ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যজীবীদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য “মিশ্র মৎস্য চাষ” প্রকল্পে মানিকচক ব্লকে সর্বপ্রথম মা দুর্গা ফিস প্রোটেকশন গ্রুপকে ৩৬০০ রুই কাতলা মৃগেল মাছের চারাপোনা, চুন, ঔষধ সহ মাছ চাষের বিভিন্ন সামগ্রী আজ তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন, মানিকচক ব্লকের এফইও স্নিগ্ধা কর্মকার সহ স্থানীয়রা। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য সকলে সাধুবাদ জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেরা মাছ চাষ করে উপার্জনের পথ খুঁজে পেয়েছে।

এ সম্পর্কে মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন জানান মানিকচক ব্লক মৎস্য দপ্তর থেকে এই প্রথম ফিস প্রোটেকশন গ্রুপকে মাছের চারাপোনা সহ মাছ চাষের সামগ্রী প্রদান করা হয়েছে এতে মাছ চাষীরা উৎসাহ পাবে এবং মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবে।

মানিকচক ব্লকের ফিস এক্সটেনশন অফিসার স্নিগ্ধা কর্মকার জানান মাছ চাষ করে নিজেদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য আজ মা দূর্গা ফিস প্রটেকশন গ্রুপকে মানিকচক ব্লকে প্রথম মাছের চারাপোনা, চুন, ঔষধ সহ চাষ ও চাষের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। যারা মাছ চাষে আগ্রহী তারা আগামী দিনে গ্রুপ করে এগিয়ে আসলে তাদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হবে।

মা দূর্গা গ্রুপের সদস্য সুমিএ মন্ডল জানান আমাদের মতন বেকার যুবক ছেলেরা এই প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে উপার্জনের পথ খুঁজে পেয়েছি যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

তার সাথে সাথে মানিকচক ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন ও ব্লকের এফইও ম্যাডাম স্নিগ্ধা কর্মকারকে ধন্যবাদ জানাই এই প্রকল্পে বিনামূল্যে ৩৬০০ রুই কাতলা মৃগেল মাছের চারাপোনা, চুন সহ মাছ চাষের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =