নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: রাজহাট অঞ্চল, ভাটুয়া উত্তর, ওলাবিবি মন্দির থেকে সাধারণ মানুষদের অভাব অভিযোগ শুনতে এলাকায় ছুটে এলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
এলাকায় ঢুকতেই বিধায়কের চক্ষু চড়ক গাছ। সাধারণ মানুষ গরিব মানুষেরা মাটির বাড়িতে বসবাস করছে। বহু মানুষ অভিযোগ করছে কিছু মানুষ লক্ষী ভান্ডার পায় না বাড়িতে থাকার জন্য সেরকম ভাবে বাসস্থান নেই।
এইসব বিভিন্ন অভিযোগ নিয়ে বিধায়ককে দেখে বিক্ষোভ ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ জানান সাধারণ মহিলারা এইরকম বিভিন্ন অভিযোগ শোনার পর বিধায়ক আশ্বাস দেন যে যত দ্রুত সম্ভব তাদের থাকার ব্যবস্থা করবেন বলে জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।