মানুষের অভাব অভিযোগের কথা শুনতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য জনসংযোগ ।

স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ১৪,জুন :: পাহাড় থেকে সাগর মানুষের অভাব অভিযোগের কথা শুনতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য জনসংযোগ । একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে যেখানে বিরোধীরা সরব সেখানে জনরোষ প্রশমনে এবার পথে নামছেন সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সংযোগ যাত্রা’, যার মাধ্যমে আগামী দু’মাস গোটা বাংলা সফর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ এপ্রিল থেকে এই কর্মসূচির সূচনা করা হয়েছে । কোচবিহার থেকে এই অভিযান কর্মসূচি শুরু হয়ে শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে জনসভার মাধ্যমে । গ্রামে গ্রামে মানুষের সমস্যার কথা শুনছেন অভিষেক ।

প্রয়োজনে দ্রুত সমস্যা সমাধানের উপায়ও বলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ।সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষ পাচ্ছে কিনা, কোথায় সমস্যা রয়েছে, কোথায় গাফিলতি তা প্রত্যক্ষ করতে জানুয়ারি মাস থেকে দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল। দিদির দূত পৌঁছেছিলেন গ্রামে। দিদির দূতদের সামনে পেয়ে জনরোষ দেখা গিয়েছে অনেক জায়গাতেই।

এবার কার্যত একই কর্মসূচিতে বঙ্গ অভিযান শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের চিন্তা ভাবনা বুঝে নিতেই এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের পিয়ালী টাউন থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রা শেষ হয় জয়নগরে।

জয়নগর-মজিলপুর পৌরসভার তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন বিকালে । রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের সঙ্গে কথা বলেন । এরপর শিবিরে উপস্থিত চিকিৎসকদের সাথে পরামর্শের পর তিনি নিজেও রক্ত দান করতে উদত্য হন ও রক্ত দান করেন। রক্ত দেওয়ার পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয় সেখানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =