মানুষের জীবন বাঁচাতে কৃষকদের নিয়ে সচেতনতা শিবির সীমান্ত গ্রামে।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৯,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে শুরু হল দুদিন ব্যাপী সচেতনতা শিবির মেলা, এই মেলায় দেশী ফসলের বীজ ব্যবহার করতে যেমন উৎসাহ দেখানো হচ্ছে তেমনই ফেলে আসা ঐতিহ্যকে ফিরে আনতে প্রদর্শন করা হয়েছে এই মেলার একাধিক স্টলে।

এই মেলায় উপস্থিত ছিলেন নবান্নের নবাডের আধিকারিক থেকে শুরু করে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান শারিফুল মন্ডল পুড়তের কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার, ওবায়দুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজনেরা। তারা বলেন, গ্রামের কৃষকরা ফসল বাঁচাতে যে ধরনের কীটনাশক ব্যবহার করছে তাতে করে বিজ্ঞানীরা বলছেন আগামী দিনে মারন রোগে আক্রান্ত হতে পারে গোটা সমাজ।

এই বিজ্ঞানীদের কথা মাথায় রেখে কৃষকরা যাতে দেশীয় পদ্ধতি এবং দেশী বীজ ও জৈব সার যাতে ব্যবহার করে তা নিয়ে আমরা এই মেলা থেকে সচেতন করবো এবং পুরনো দিনের যেমন লাঙ্গল গরু সহ বিভিন্ন চাষের সামগ্রী যদি ব্যবহার করা হয় তাহলে একদিকে বিভিন্ন ফসল বৃদ্ধি পাবে অন্যদিকে কৃষকদের রোজগার দ্বিগুণ বাড়তে পারে

তাই কৃষকদের বলব দেশী পদ্ধতি ব্যবহার করা হোক তাহলে আগামী দিনে সমাজকে ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে পাশাপাশি কৃষকদের পরিবার সচ্ছলভাবে থাকতে পারবে। সব মিলিয়ে জৈব সার ও দেশি বীজ ব্যবহারে মিলবে সমাজের সচেতনতা ও সুরক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 18 =