নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১১,মার্চ :: মানুষের পরম বন্ধু যে কুকুর আবার প্রমাণ করে দিল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফুলঝোরে বুদ্ধদেব বাবুর বাড়িতে দিনের আলোতে ঢুকে পড়ে বিষধর সাপ ।
ঘরের সবাইকে সেই সাপটার ছোবল থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে ওই বাড়িরই পোষ্য একটি কুকুর। সাপের ছোবলে কুকুরটি আহত হয় এবং তাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হয় কালনার একটি ভেটেনারি সরকারি হাসপাতালে।
সাপটি বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার পর দুর্গাপুরের এক সর্পপ্রেমীকে ডাকা হয় তাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য।