সজল দাশগুপ্ত:: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৭,জুন :: গরমে ওষ্ঠাগত প্রাণ, মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম থেকে কিন্তু নিস্তার মিলছে না। গরমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এলো ধানসিড়ি। সারা বছরের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা।
যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।শিলিগুড়ি ধানসিড়ির পক্ষ থেকে শিলিগুড়ি হাসপাতালের সামনে, পথ চলতে মানুষদের হাতে জল ওআরএস বিস্কুট তুলে দেওয়া হল। স্বাভাবিকভাবে গরমের মধ্যে এই জিনিসগুলো পেয়ে খুশি সকলে।
জল ওআরএস বিস্কুট তুলে দেওয়া হল। স্বাভাবিকভাবে গরমের মধ্যে এই জিনিসগুলো পেয়ে খুশি সকলে। ধানসিড়ির পক্ষ থেকে সদস্যরা জানায় আমরা চেষ্টা করছি এই গরমে মানুষের পাশে থাকার একটু জল দান করে। ধানসিড়ি নিজেদের সামর্থ্য দিয়ে চেষ্টা করছে কাজ করার কোন সাহায্য ছাড়াই ।
আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে ধানসিঁড়ি আগামী দিনে আরও কাজ করতে পারবে। ধানসিঁড়ির পক্ষ থেকে জয়িতা মিত্র দোলনচাঁপা নাগ শর্মিলা গোস্বামী শ্রাবণী দাশগুপ্ত তপতী বসাক উপস্থিত ছিলেন।