সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: ঘূর্ণিঝড় মান্থা শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তার প্রভাব রয়েছে বঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
এদিন সকাল থেকেই শিলিগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় আকাশ ছিল মেঘলা এবং বৃষ্টির খবর মিলেছে। শিলিগুড়িতে এইদিন দুপুর গড়িয়ে গেলেও রোদের দেখা মেলেনি। সকাল থেকেই ছিল আকাশ মেঘলা, মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হয়েছে।
অনুরূপভাবে জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের খবর মিলেছে। স্থানীয় বাসিন্দাদের মার্কিং করে সতর্ক করা হয়েছে।

