নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শনিবার ২,সেপ্টেম্বর :: শনিবার সকালে মায়াপুর থেকে ধুবুলিয়া, ও ৩৪ নং জাতীয় সড়ক সংযোগ কারী মূল রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়,বিজেপি, উপস্থিত বিজেপ রাজ্য কমিটির সদস্য গৌতম পাল সহ অনেকে।
তাদের দাবী গতকাল রাতে স্থানীয় শ্রী চৈতন্য গৌড়ীয় বেদান্ত মঠে হামলা চালায় দুস্কৃতী, ও ভেঙ্গে ফেলা হয়েছে তুলসী দেবীর মূর্তীর একাংশ, আর এরই প্রতিবাদে ও দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে এই পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন,পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপির নেতৃত্বরা।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য কমিটির সদস্য গৌতম পাল বলেন বাংলাদেশে যেমন আমরা দেখেছি দুর্গা পুজোর আগে ও বিভিন্ন সময়ে বিভিন্ন মঠ মন্দির সহ পুজো মন্ডপে দুস্কৃতীরা হামলা চালায় বাংলাদেশ সীমান্তবর্তী এই নদীয়া এখানেও গতকাল রাতে এই মন্দিরে দুষ্কৃতি হামলা হয |
আর যার ফলে প্রায়,পচিশ বছরেরও পুরোনো এই তুলসী দেবীর মূর্তীর একাংশ ভেঙ্গে ফেলা হয়। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই,
পাশাপাশি এদিনের পথ অবরোধের মাধ্যমে স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনকে জানাতে চাই এই ঘটনার সাথে জড়িত সকলের অবিলম্বে যেন শাস্তি হয়, আর এ ধরনের ঘটনাকে আমরা কোন ভাবেই প্রশয় দেব না।