মায়াপুর ইসকন ভক্ত বিদেশিনীরা ও মেতে উঠলো রং খেলায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শুক্রবার ১৪,মার্চ :: এরা জানেনা রং বা হোলি কি জিনিস। যেহেতু তীর্থনগরী মায়াপুর ইসকনে রঙ আবিরের প্রচলন একেবারে নেই বললেই চলে। তবে মায়াপুর ইসকনের ভক্ত হওয়ার সুবাদে শ্রী রাধিকার সাথে শ্রী কৃষ্ণের হোলি খেলার যে প্রচলনের বিষয়টি তাদের অজানা নয়।

আর তাই মায়াপুর ইসকন ভক্ত বিদেশিনীরা ও মেতে উঠলো রং খেলায়। তবে এ রঙ সে রং নয়। সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে তৈরি রংবেরঙের আবির এবং ফুল নিয়ে তারা হোলি খেললো মহা আনন্দে। ভগবান শ্রী চৈতন্যের ৫৩৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন উপোবাস।বিকেলে বিগ্রহের মহাভিষেক সম্পন্ন হবে। বাহ্যিক রং নয় কৃষ্ণানু রঙেই মেতে উঠবে নাম ও জপের মাধ্যমে।

তবুও শ্রীকৃষ্ণের প্রচলিত হোলিকে মান্যতা দিয়ে রংবেরঙের আবিরে মেতে উঠলো মায়াপুর ইসকনের বিদেশিনীরা। মায়াপুর ইসকনের রং খেলার তেমন প্রচলন নেই ঠিকই তবুও ঐতিহ্যকে স্মরণ করে বসন্তের হোলি উৎসব তাদের আলাদা করে রাখলো না। নেচে গেয়ে আনন্দ ফুর্তি করে একে অপরের মুখে রং মাখিয়ে দিল মায়াপুর ইসকনের বিদেশিনীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =