নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: বুধবার ১১সেপ্টেম্বর :: দেশজুড়ে মহাসাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও রাধাষ্টমী সেই অর্থে পালিত হয় না। ব্যতিক্রম মায়াপুর ইসকন মন্দির। মায়াপুর ইসকন মন্দিরে, এর দ্বিতীয় প্রথা অনুযায়ী সাড়ম্বরে পালিত হলো রাধাষ্টমী মহোৎসব। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর শুভ সূচনা হয়।
বুধবার ভোর থেকেই দর্শনারতি মঙ্গলারতি সহ হরিনাম সংকীর্তন মহাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। রাধা অষ্টমীতে ও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিল ইসকনের চন্দ্রদয় মন্দিরে। ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত নটা পর্যন্ত। রাধাষ্টমীতে ও গোটা ইসকনকে সাজানো হয়েছে আলোক মালায়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমী মহোৎসব ও পালিত হচ্ছে মায়াপুর ইসকনে।