নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: মায়াপুর পুলিশ ফাঁড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা এক আধিকারিকের,হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকের।
পুলিশ সূত্রে জানতে পারা যায় মৃত ওই আধিকারিকের নাম দেবাশিস গড়াই, বয়স ৪৩,তার বাড়ি বীরভূম জেলার নানুর থানা এলাকায়।বিষয়টি জানাজানি হতেই পুলিশ মহলে শুরু হয়ে যায় গুঞ্জন।
সূত্রের খবর বুধবার সকাল প্রায় ৯.৩০ নাগাদ কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত মায়াপুর পুলিশ ক্যাম্পের তিনতলার একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দেবাশীষ গড়াই।
পরে বিষয়টি জানতে পেরে পুলিশের অন্যান্য কর্মীরা ওই আধিকারিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মায়াপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়,সেখানে আড়াইটে নাগাদ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানতে পারা যায় প্রায় ৪ মাস আগে নাকাশিপাড়ার ট্রাফিক পুলিশের কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে মায়াপুর পুলিশ ফাঁড়িতে আসে এএসআই দেবাশীষ গড়াই। কি কারনে আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ,
অপরদিকে ঘটনার বিষয়টি জানিয়ে তার পরিবারকে খবর পাঠানো হয়েছে, মায়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যায়,