নরেন্দ্রপুর থানার রানিয়া এলাকায় সকালবেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশি বছরের বৃদ্ধা দেবন্তী সাউ তার মেয়ে ফুলবন্তী সাউ-এর সঙ্গে কথা বলতে তার বাড়িতে আসেন। তিনি মূলত তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে থাকেন। কিন্তু তার মেয়ের সঙ্গে কথা বলায় চরম ক্ষুব্ধ হন বৌদি সোনি সাউ।
এরপরই আচমকা ফুলবন্তী দেবীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ফুলবন্তী দেবীর অভিযোগ, “আমার মা শুধু আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। এটা বৌদির সহ্য হয়নি। হঠাৎ করে আমার উপর ইট, লোহার রড দিয়ে আক্রমণ করে। আমি প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করি।”
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সোনারপুর গ্রামীণ হাসপাতালে তার চিকিৎসা হয়। হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে থানায় জমা দিয়েছেন তিনি। তার আরও অভিযোগ, এই প্রথমবার নয়, এর আগেও তিনি তার বৌদির হাতে নির্যাতনের শিকার হয়েছেন।
আগের ঘটনাগুলি চুপ করে সহ্য করলেও এবার আর সহ্য করতে পারেননি। মারধরের ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ তদন্ত শুরু করেছে